‘যেমন কর্ম, তেমন ফল’, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ায় সিসোদিয়াকে কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট । সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত। যা নিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তীব্র কটাক্ষ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-এর বরিষ্ঠ নেতা রবিশঙ্কর প্রসাদ । মঙ্গলবার সিসোদিয়াকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যেমন কর্ম, তেমন ফল’ ।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার শীর্ষ আদালতের দরজাড় কড়া নেড়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। যদিও সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত। উল্টে দিল্লি হাইকোর্টকে এড়িয়ে কেন সরাসরি শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়লেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিমহার ডিভিশন বেঞ্চ। এবিষয়ে এদিন বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে প্রসাদ বলেন যে, মণীশ সিসোদিয়া সুপ্রিম কোর্ট থেকে কোনও স্বস্তি পাননি। এটি স্পষ্টভাবে সিসোদিয়ার আবেদনের যোগ্যতাকে নির্দেশ করে যে শীর্ষ আদালত কোনও ত্রাণ দিতে অস্বীকার করেছিল।

তিনি আরও বলেন যে, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নৈতিকতাকে শক্তি বলে দাবি করেছিলেন, তাদের নিয়ম হল দিল্লিতে মদের চুক্তি বাড়ানো, মদ্যপানের বয়স কমানো এবং কোটি কোটি মুনাফা অর্জন করা। আজ বলতেই হবে ৩সি- কাট, কমিশন এবং দুর্নীতি কেজরিওয়ালের দলের জন্যও ।

প্রসাদ বলেন, আম আদমি পার্টির নেতারা দাবি করেন যে মণীশ সিসোদিয়া এবং অরবিন্দ কেজরিওয়াল দেশের স্বচ্ছতার আইকন কিন্তু তারা আন্না হাজারের সৎ আন্দোলনের উত্তরাধিকারকে অপমান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *