২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত ১৬৯ জন, সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২,২৫৭

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। সেই ধারা অব্যাহত থাকল বিগত ২৪ ঘন্টাতেও। সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৬৯ জন। এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২,২৫৭-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫৩,৩৪৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৫ হাজার ৯৭৬ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৩,৮৭,৮৮৯। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১,০০,৫৪০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *