নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ন্যাশানাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পিজি ২০২৩ কে স্থগিত করার আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে সোমবার দেশের শীর্ষ আদালত এই আবেদনকে খারিজ করে দিয়েছে। এই আবেদনকে বিশেষ গুরুত্ব দেয়নি দেশের শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এস ভাটের ডিভিশন বেঞ্চকে সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছিলেন, নিট পিজির অ্য়াডমিট কার্ড সোমবারই পাঠিয়ে দেওয়া হয়েছে। আসল সূচি অনুসারেই এই অ্য়াডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ১৫ জুলাই ২০২৩ থেকে কাউন্সেলিং করা হবে।
তিনি বিচারপতিদের বেঞ্চকে জানিয়ে দেন, সাম্প্রতিক ভবিষ্যতে এই নিট পিজি নতুন করে সূচি করার ব্যাপারে নতুন কোনও ডেট পাওয়া যাচ্ছে না। এরপরই নিট পিজি স্থগিত করার আবেদনকে খারিজ করে সুপ্রিম কোর্ট।
এদিকে আবেদনকারীদের তরফে বলা হয়েছিল এই পরীক্ষাকে আপাতত স্থগিত করা হোক। তাদের অনুরোধ ছিল ১১ আগস্ট ২০২৩ এর পর এই পরীক্ষার সূচি ফেলা হোক। তবে আপাতত ডাক্তারি পড়ুয়াদের নির্ধারিত পরীক্ষা স্থগিত হচ্ছে না বলে খবর।