সালানপুরে ট্রাকের পেছনে মিনিবাসের ধাক্কা, আহত কমপক্ষে ২০

আসানসোল, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ট্রাকের পিছনে মিনিবাসের ধাক্কায় আহত হলেন কমপক্ষে ২০ জন। সোমবার সকালে আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া গ্লাস কারখানার সামনের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল এগারোটা নাগাদ রানিগঞ্জ আসানসোল মাইথন রুটের একটি মিনিবাস মাইথন থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। সালানপুর থানার দেন্দুয়া গ্লাস কারখানার সামনে দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় মিনিবাসের কেবিনের অংশটি একেবারে দুমড়েমুচড়ে যায়। বাসের কেবিনে বসে থাকা সাতজন সহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে সেখানে আসে সালানপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ মহিলা সহ ৯ জন আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা হাসপাতালে ভর্তি ৯ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। দুর্ঘটনার পরেই বাসের চালক, খালাসি ও কনডাক্টর পালিয়ে যায়।