কেপটাউন, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তার পরেই কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে মহিলাদের বিশ্বকাপ জয়ের মহারণ। অস্ট্রেলিয়ার কাছে যেমন ফের ট্রফি জয়ের হ্যাটট্রিকের হাতছানি, তেমনই দক্ষিণ আফ্রিকার কাছে সুবর্ণ সুযোগ প্রথমবার ট্রফি জেতার। পরিসংখ্যান ও শক্তির নিরিখে অজিরা এগিয়ে থাকলেও ঘরের মাঠে দর্শকদের বাড়তি সমর্থন পেয়ে প্রোটিয়ারাও হিসেব উল্টে দিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।
২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম বসেছিল মহিলাদের টি-২০ বিশ্বকাপের আসর। এ নিয়ে আটবার বসছে আসর। আগের সাত বারের মধ্যে পাঁচ বারই চ্যাম্পিয়ান হয়েছে অস্ট্রেলিয়া। আর একবার রানার্স। প্রথম বিশ্বকাপ ছেড়ে দিলে প্রতিবারই ফাইনালে ওঠার অসামান্য নজির গড়েছে অজিরা। অন্যদিকে এবারই প্রথম ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতার লিগ পর্যায়ে দুদলই মুখোমুখি হয়েছিল। তাতে শেষ হাসি হেসেছিল অজিরা। অ্যাশলে গার্ডনার, ম্যাকগ্র, বেথ মুনি, মেগ ল্যানিংরা ব্যাট হাতে যে কোনও মুহুর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।

