আগরতলা, ২৬ ফেব্রুয়ারি(হি.স.) : আগুনে ভস্মীভূত সোনামুড়ার খেদাবাড়ীস্থিত ওএনজিসি ডিএসএর একটি রান্নাঘর। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরনে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে সোনামুড়ার দমকলবাহিনী । আহত হয়েছেন রান্নার দায়িত্বে থাকা একজন কর্মী বলে জানিয়েছেন জনৈক দমকলকর্মী।
ঘটনার বিবরনে জনৈক দমকলকর্মী আরও জানিয়েছেন, সোনামুড়া মহকুমার ময়নামা এলাকায় দীর্ঘ দিন যাবৎ ওএনজিসি এর কর্মীরা ড্রিলং করে আসছিল। সেখানের একটি রান্নাঘরে অবৈজ্ঞানিক ভাবে একাধিক সিলিন্ডার মজুত রাখা ছিল। রবিবার দুপুরে রান্না করার সময় আচমকা আগুন লেগে যায় সেখানে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে সোনামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে।ঘটনাস্থলে দমকলকর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন তিনি।প্রাথমিক ধারণা করা হচ্ছে পরপর তিনটি সিলিন্ডারে বিস্ফোরণে অগ্নিসংযোগের সূত্রপাত হয়েছে।সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়েছে ওই রান্নাঘরটি । সাথে রান্নার দায়িত্বে থাকা একজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।