বিয়েবাড়ি গিয়ে নিখোঁজ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, মেটেলি থানা ঘেরাও স্থানীয়দের

জলপাইগুড়ি, ২৫ ফেব্রুয়ারি (হি স)। দুই বন্ধুর সঙ্গে বিয়ে বাড়িতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন ইংডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য। এই ঘটনায় ইতিমধ্যেই ওই দুই বন্ধুকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। নিখোঁজদের দ্রুত খোঁজের দাবিতে শনিবার মেটেলি থানা ঘেরাও করে নাগেশ্বরী চা বাগানের বাসিন্দারা।

সূত্রের খবর, দুই অভিযুক্তকে শনিবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পেশ করে হেফাজতে নেয় পুলিশ। এদিকে, নিখোঁজ ডায়েরি করার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জগৎপাল বরাইক ওরফে ঢিরু নামে ওই পঞ্চায়েত সদস্যর কোনও খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতে তৃণমূলের মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ বরাইক এবং পবন বরাইকের সঙ্গে নাগেশ্বরী চা বাগানে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন জগৎপাল বরাইক। তাঁরা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত। রাতে ওই দুই বন্ধু বাড়ি ফিরে এলেও জগৎপাল বাড়ি ফেরেননি। সেদিন রাত ১১ টা থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।

শুক্রবার জগৎপালের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই দুই বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। এদিকে শনিবার ঘটনার তদন্তে মেটেলি থানায় যান মালের এসডিপিও। তৃণমূলের মেটেলি ব্লক সভাপতিও থানায় যান জগতের নিখোঁজের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিতে। পরে এসডিপিও জানান, তদন্ত চলছে। কিছু তথ্য প্রমান পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থেই বিস্তারিত বলা সম্ভব নয়। দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জগতের নিখোঁজ হওয়ার প্রতিবাদে শনিবার চা বাগানের শ্রমিকরা দীর্ঘক্ষণ মেটেলি থানা ঘেরাও করে রাখেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। জগতের স্ত্রী জানান, রাত সাড়ে দশটাতেও তাঁর সঙ্গে জগতের মোবাইলে কথা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবেন বলেও জানান। কিন্তু রাত ১১ টার পর থেকেই তাঁর মোবাইল অফ হয়ে যায়। বারবার চেষ্টা করেও জগতকে ফোনে ধরা যায়নি।