পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছিল অভিষেকের হুমকির পর থেকেই

কলকাতা, কোচবিহার, ২৫ ফেব্রুয়ারি (হি স)। শুরুটা করেছিলেন দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বঙ্গভঙ্গের দাবিদারদের ঘেরাওয়ের হুমকি দিয়েছিলেন তিনি। বিধানসভাতেও উত্তপ্ত বক্তৃতা দেন তিনি।

এর পর বিএসএফের গুলিতে সীমান্তবর্তী এলাকার এক যুবকের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে এই অবস্থানের কথা ঘোষণা করেন। এর পর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে।

প্রেম কুমার বর্মণ নামে এক যুবকের মৃত্যু হয়েছিল বিএসএফের গুলিতে। গত ১১ ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙ্গায় সভা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত করানো হয় প্রেমের বাবা মাকে। সেই সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন। তৃণমূল সূত্রের খবর, জেলার বিভিন্ন প্রান্তের ২৫ হাজার কর্মী সমর্থকদের সমাবেশের লক্ষ্যমাত্রা করে তৃণমূল কংগ্রেস। পাল্টা নিশীথ প্রামাণিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “বুকের পাটা থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘেরাও করে দেখুন। তবে বুঝব রাজনীতিতে আপনার ম্যাচিওরিটি এসেছে।”

এর পরেই ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বাড়ির সামনে টহলদারি বাড়িয়ে দেয় রাজ্য পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে সকাল ৬টা থেকে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়। ভেটাগুড়ি এলাকাও পুলিশে ছয়লাপ হয়ে যায়। অন্যদিকে, ১৯শে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির দেড়শো মিটার দূরেই বাঁধা হয় তৃণমূলের মঞ্চ। মঞ্চের পাশের রাস্তা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। তবে জল গড়ায় আরও অনেকদূর।

উত্তাপ ছড়াতে থাকে। নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, ‘বাড়ি ঘেরাওয়ের রাজনীতি তৃণমূল বন্ধ না করলে ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেকের বাড়ি ঘেরাও হবে। তৃণমূলের দ্বিগুণ জমায়েত করে ঘেরাও করা হবে অভিষেকের বাড়ি।’

রাজ্য বিজেপি সভাপতির কথায়, ‘এই ধরনের রাজনীতির তীব্র বিরোধিতা করছি। কারণ আমরা রাজনীতি করলেও আমাদের বাড়ির লোকেরা রাজনীতি করেন না। কিন্তু এই যে পরিবারকে ব্যতিব্যস্ত করা, যেমন নিশীথ প্রামাণিকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাদের আতঙ্কিত করার এই নোংরা রাজনীতি বন্ধ না হলে আমরা বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব।’

বিজেপি পাল্টা উদয়ন গুহর বাড়ি ঘেরাওয়ের হুমকি দেয়। চ্যালেঞ্জ ছুড়ে দিনহাটায় মিছিল করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। শুক্রবারই ভেটাগুড়িতে উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূলের মিছিল বার হয়।

এরকম চাপান উতোরের মধ্যেই কোচবিহারের বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর শনিবার একদল দুষ্কৃতী হামলা করে। চলে পাথর বৃষ্টি, বোমাবাজি, গুলি। এলাকায় তৈরি হয় প্রবল উত্তেজনা।