ত্রিপুরায় ২৭ ও ২৮ ফেব্রুয়ারি প্রতিটি পোলিং স্টেশনে শান্তিসভা অনুষ্ঠিত হবে : মুখ্য নির্বাচনী আধিকারিক

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি নির্বাচন দপ্তর দ্বারা প্রতিটি পোলিং স্টেশনে ‘আমরা সকলে অহিংসার পক্ষে, আমরা শান্তির পক্ষে’ শীর্ষক শান্তিসভা আয়োজন করা হবে। ২ মার্চ রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণার পর ত্রিপুরায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত নাগরিক, বিষয় সম্পত্তি, সমস্ত ধরনের প্রতিষ্ঠানের সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই এই শান্তিসভার আয়োজন করা হবে। এতে সমাজের প্রত্যেকটি স্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচনোত্তর সন্ত্রাসে ত্রিপুরায় আইন-শৃংখলা পরিস্থিতি অস্থির করে তুলেছে। ফলে, নির্বাচন কমিশন এবং আরক্ষা প্রশাসনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটছে। বিজেপি, সিপিএম এবং তিপরা মথার কর্মীদের উগ্র আচরণে সাধারণ মানুষের রীতিমত নাভিশ্বাস উঠে গেছে। ফলে, ফলাফল ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই নানা আয়োজন করা হচ্ছে।

এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ শান্তিপূর্ণ বাতাবরণের মধ্য দিয়ে উৎসবের মেজাজে সম্পন্ন হয়েছে। ভোটদান করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচন শেষ হওয়ার পর কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ। গত ৫ দিনে রাজ্যের কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

তাঁর দাবি, ত্রিপুরা গৌরবপূর্ণ ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ সৌভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে বসবাস করেন। দেশের সর্বত্র রাজ্যের অনন্য সুনাম রয়েছে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন রাজ্যের এই গৌরবপূর্ণ ঐতিহ্য যাতে অক্ষুন্ন থাকে তার জন্য প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। এক্ষেত্রে প্রশাসন এবং আরক্ষা কর্মীদের সাথে সাথে রাজ্যের মানুষকেও এগিয়ে আসতে হবে। 

সাথে তিনি যোগ করেন, গতকাল শুক্রবার থেকেই সিবিএসই-র পরীক্ষা শুরু হয়েছে। তাই ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী ২ মার্চ ভোটগণনার দিনে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিক সারা রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *