বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত মেঘালয় ও নাগাল্যান্ড

শিলং/কোহিমা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : পাহাড়ে ঘেরা উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য মেঘালয় এবং নাগাল্যান্ডে আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে, আজ শনিবার বিকেল চারটায় সরব প্রচার সমাপ্ত হয়ে যাবে। ৬০ আসন বিশিষ্ট দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রচারের শেষ লগ্নে সমস্ত রাজনৈতিক দলের জোর তত্পরতা চলছে।

নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী মেঘালয়ে ২১ লক্ষ ৬৪ হাজার ৯৭৩ এবং নাগাল্যান্ডে ১৩ লক্ষ ১৭ হাজার ৬৩৪ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে সার্ভিস ভোটার মেঘালয়ে ৩৮৪৪ জন এবং নাগাল্যান্ডে ৭৯৮৩ জন রয়েছেন। তেমনি, নতুন ভোটার মেঘালয়ে ২৮ হাজার ১১৭ জন এবং নাগাল্যান্ডে ২৪ হাজার ৬৮৯ জন আছেন।

এদিকে, দিব্যঙ্গজন মেঘালয়ে ৭৪৭৮ জন এবং নাগাল্যান্ডে ৬৯৭০ জন রয়েছেন। সবচেয়ে তাত্পর্যপূর্ণ বিষয় হল নাগাল্যান্ডে তৃতীয় লিঙ্গের ভোটার নেই। কিন্তু মেঘালয়ে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। অন্যদিকে, ৮০ বছরের উর্দ্ধে মেঘালয়ে ২২ হাজার ৬৬৩ জন এবং নাগাল্যান্ডে ৩৬ হাজার ৪০৩ জন ভোটার রয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যে জন গিয়েছে, মেঘালয়ে ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ৩০৮৩টি ভোট কেন্দ্র ছিল। ২০২৩ বিধানসভা নির্বাচনে বেড়ে হয়েছে ৩৪৮২টি ভোট কেন্দ্র। তেমনি, নাগাল্যান্ডে ২০১৮ সালে ২১৯৪টি ভোট কেন্দ্র ছিল। ২০২৩ বিধানসভা নির্বাচনে বেড়ে দাঁড়িয়েছে ২৩১৫টি ভোট কেন্দ্র।
এদিকে, মেঘালয়ে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৫টি আসনই জনজাতি সংরক্ষিত। অন্যদিকে, নাগাল্যান্ডে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৯টি জনজাতি সংরক্ষিত। ওই দুইটি রাজ্যে তপশীলি জাতি সংরক্ষিত আসন নেই।

কমিশন সুত্রে খবর, মেঘালয়ে বিধানসভা নির্বাচনে ১১৯ কোম্পানী এবং নাগাল্যান্ডে ৩০৫ কোম্পানী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মেঘালয়ে বর্তমানে এনপিপি এবং নাগাল্যান্ডে এনডিপিপি জোট সরকার ক্ষমতায় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *