নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দুই দিনের সফরে ভারত এসেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। দু’দিনের এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন জার্মান চ্যান্সেলর। দুই নেতা উভয় দেশের সিইও এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করবেন। শনিবার সকালেই দিল্লিতে এসে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। রবিবার বেঙ্গালুরুতে যাবেন তিনি।
জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এটাই জার্মান চ্যান্সেলর স্কোলজের প্রথম ভারত সফর। এই সফরের সময় তাঁর সঙ্গে এসেছেন সে দেশের ঊর্ধ্বতন আধিকারিকরা এবং একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রসঙ্গত, ভারত ও জার্মানি কৌশলগত অংশীদারিত্ব ভাগ করা মূল্যবোধ, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ার দ্বারা প্রতিষ্ঠিত। সুদৃঢ় বিনিয়োগ ও বাণিজ্য সংযোগ, সবুজ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা এবং ক্রমবর্ধমান জনগণের মধ্যে সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করেছে।