ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। ঐকতান ক্লাব দুর্দান্ত। টানা দ্বিতীয় জয় পেয়েছে আজ। প্রথম ম্যাচে যুব সমাজের কাছে হারটাই তাদের কাল হয়েছে। শুক্রবারে বি.কে নগরকে হারানোর পর আজ তৃতীয় ম্যাচে ঐকতান ক্লাব তাদের দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। ঐকতান ক্লাব আজ নয় রানে অনেকটা রুদ্ধশ্বাস জয় পেয়েছে। লো স্কোরিং ম্যাচ হলেও ঐকতান যেন আজ কস্টার্জিত জয় পেয়েছে। খেলা ছিল আমবাসা ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট। দশমীঘাট গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ঐকতান ক্লাব ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তবে ব্যাটিং ব্যর্থতার মধ্যেই ২২.৩ ওভার খেলে ৭৯ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে সুজয় দেবনাথের অপরাজিত ১৭ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতে ২৫ রান তাদের বেশ কাজে লেগেছে। সংহতি সামাজিক সংস্থার অভিজিৎ মোদক ১৬ রানে ছয়টি এবং অধিনায়ক আকাশ দাস ১৯ রানে ৪ টি উইকেট পেয়েছে। জবাবে সংহতি সামাজিক সংস্থা ব্যাট করতে নেমে সতীর্থ দুই বোলারের দুর্ধর্ষ বোলিংয়ের মর্যাদা দিতে পারেনি। ২৬ ওভার খেলে ৭০ রানেই ইনিংস গুটিয়ে নেয়। অনুভব সেনের ১৪ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি। দল অতিরিক্ত পেয়েছে কুড়ি রান। ঐকতানের শুভ্রজিত ভৌমিক ১১ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দেয় এবং প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া, সুজয় দেবনাথ ২টি এবং ইমন সেন, নয়ন শর্মা ও রাহুল গান্ধী দাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।
2023-02-25