কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি স)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। হামলার ঘটনায় তীব্র নিন্দা করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পুলিশ ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে টুইটারে শুভেন্দুবাবু লিখেছেন, “কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর দিনহাটায় কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। রাজ্যের পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিরাপদ নন, পঞ্চায়েত ভোটের আগে গুণ্ডারা ঘুরে বেড়াচ্ছে।” সাংবাদিকদের কাছেও এদিন কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের উপর আক্রমনের কড়া সমালোচনা করেন শুভেন্দুবাবু।