পবন খেরাকে গ্রেফতার অত্যন্ত লজ্জাজনক ঘটনা, বলেছে ডিমা হাসাও জেলা কংগ্রেস

হাফলং (অসম), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির মিডিয়া সেলের চেয়ারম্যান পবন খেরাকে গ্রেফতার করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করল ডিমা হাসাও জেলা কংগ্রেস। শনিবার হাফলং রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন বরিষ্ঠ কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার করা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।

সমরজিৎ হাফলংবার বলেন, গত ২৩ ফেব্রুয়ারি অসম পুলিশ দিল্লিতে যেভাবে কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে তা অতি লজ্জাজনক ঘটনা। এদিনের ওই ঘটনার কঠোর ভাষায় নিন্দা জানিয়ে সমরজিৎ বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জেরে কংগ্রেস নেতা পবন খারের বিরুদ্ধে বিজেপি নেতা তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীন কার্যনির্বাহী সদস্য স্যামুয়েল সাংসন হাফলং সদর থানায় ২২ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করার পরেরদিন ২৩ ফেব্রুয়ারি অসম পুলিশ দিল্লি পুলিশের সহযোগিতায় কংগ্রেস নেতাকে গ্রেফতার করে। কিন্তু তার এক ঘণ্টা পরই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্ত্যবের জন্য ক্ষমা চেয়ে নেওয়ায় দেশের সর্বোচ্চ আদালত পবন খেরার অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করে।
সাংবাদিক সম্মেলনে সমরজিৎ বলেন, এর আগে বহুবার দেশের প্রধানমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রী অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। এমন-কি, রাহুল গান্ধীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেও বিজেপি নেতারা কোনওদিন ক্ষমা চাননি। কিন্তু কংগ্রেস নেতা পবন খেরা তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।

সমরজিতের প্রশ্ন, সম্প্রতি ডিমা হাসাও জেলার দুটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য নিয়ে স্যামুয়েল সাংসনের কি মামলা দায়ের করার সাহস রয়েছে? তিনি বলেন, দুটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের বিতর্কিত মন্তব্য করে পাহাড়ি জেলার পরিস্থিতি খারাপ করতে চাইছেন বিজেপি নেতারা। তাই বিতর্কিত মন্তব্যের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে এ ধরনের জঘন্য কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতাদের প্রতি সমরজিৎ হাফলংবার।
সাংবাদিক সম্মেলনে ডিমা হাসাও জেলা কংগ্রেস অসম পুলিশকে স্মার্ট পুলিশ অ্যাখ্যা দিয়ে বলেন, ২২ ফেব্রুয়ারি হাফলং থানায় এজাহার দেওয়ার পরেরদিন সকালেই এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে অসম পুলিশ দিল্লিতে উপস্থিত হয়েছে। এত তড়ঘড়ি দিল্লি পুলিশের সহযোগিতায় কংগ্রেস নেতা পবন খেরাকে যদি গ্রেফতার করতে পারে তা-হলে ডিমা হাসাও জেলার দুটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিজেপির এক নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অভিযোগ দাখিল করার পরও কেন পুলিশ তাঁকে এখনও গ্রেফতার করেনি, এই প্রশ্নও উত্থাপন করেছেন সমরজিৎ হাফলংবার।

বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে বিজেপি। এই বিজেপি দলকে নিজেদের অন্দরমহলে কী চলছে তা দেখা উচিত। সমরজিৎ হাফলংবার বলেন, যে সকল বিজেপি নেতার বিরুদ্ধে চার্জশিট রয়েছে, ওই সকল বিজেপি নেতাদের সাংবিধানিক পদ থেকে সরিয়ে বিজেপি দেশের আইন-কানুনকে মেনে চলছে তা তুলে ধরুক জনসমক্ষে। তাছাড়া বিরোধী দলগুলির কণ্ঠেরোধ করার চেষ্টাও তাঁদের বন্ধ করা উচিত, বলেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার।
এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মহেন্দ্র কেম্প্রাই মহেন্দ্রচন্দ্র নুনিসা প্রমুখ।