ভোট গণনার প্রাক্কালে বিজেপির বিভিন্ন মোর্চার সাংগঠনিক প্রধানদের নিয়ে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন মোর্চার সাংগঠনিক প্রধানদের নিয়ে গুরুত্বপূর্ণ  বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার৷ উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্জ এবং নির্বাচনী  প্রভারি মহেশ শর্মা সহ অন্যান্য নেতৃত্বরাআগামী দোসরা মার্চ বিধানসভা নির্বাচনের  ভোট গণনা৷ গত ১৬ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হয়েছে বিধানসভা নির্বাচন৷ ভোট গ্রহণ করব শেষ হওয়ার পর বিজেপি ভোট গ্রহণ পর্ব সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা বৈঠক অব্যাহত রেখেছে৷ শনিবার বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন মোড়চার সাংগঠনিক প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক সংঘটিত হয়৷ বৈঠকে গত ১৬ ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়৷ শনিবার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রতিটি জেলার জেলা সভাপতি সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়৷ শনিবার সব কটি মোর্চার প্রধানদের নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ গণনা পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখা যায় সেজন্য দলীয় নেতৃবৃন্দের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে৷