দিনহাটা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ’র বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন বিজেপি নেতারা। ভেটাগুড়িতে বিজেপির তরফে একটি মিছিল বের হয়।
এদিন মিছিল শেষে বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য জয়দীপ ঘোষ জানান, আগামীতে মন্ত্রী উদয়ন গুহ’র বাড়ি ঘেরাও করা হবে। তারই প্রস্তুতি হিসেবে আজকের এই মিছিল। যদিও এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যে অভিযোগের ভিত্তিতে ঘেরাও হবে সেটা যেমন জানা যাবে, পাশাপাশি সেই মুখগুলোকেও দেখা যাবে যাঁরা আমার বাড়ি ঘেরাও করবেন।’ মিছিলে জয়দীপ ঘোষ ছাড়াও নেতৃত্ব দেন দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় সহ অন্য নেতারা।