ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। দীর্ঘ তিন বছর বিরতির অবসান হয়েছে। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটের উদ্বোধন আগামীকাল। ২০১৯-২০ মরশুমে শেষবারের মতো বিপুল মজুমদার স্মৃতি ক্রিকেটের আসর বসেছিল। আগামীকাল এবারের উদ্বোধনী দিনে হবে ৩ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে জে সি সি-র বিরুদ্ধে, নরসিংগড়ে পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে খেলবে সংহতি ক্লাব - কসমোপলিটন ক্লাব এবং মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে খেলবে স্ফুলিঙ্গ এবং শতদল সঙ্ঘ। আসরে সাফল্য পেতে ৬ দলই জোড় প্রস্তুতি নিয়ে নিয়েছে । ৬ দলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। মরশুমের প্রথম ম্যাচ তাই আগাম কিছু বলা মুস্কিল। তবে শক্তির বিচারে ইউনাটেড ফ্রেন্ডস, স্ফুলিঙ্গ এবং সংহতি ক্লাব প্রথম ম্যাচে কিছুটা হলেও এগিয়ে মাঠে নামবে। নিরুপম সেন চৌধুরির নেতৃত্বে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে সংহতি ক্লাব। দলে রয়েছে মহারাষ্ট্র রণজি দলের প্রাক্তন ক্রিকেটার প্রয়াগ ভাট্টি, মুম্বাউ অনূর্ধ্ব-২৩ দলের প্রাক্তন ব্যাটসম্যান কৌশিক কিলিককার এবং আর সি বি দলের নেট বোলার শিখর মেহেতা। এছাড়া রয়েছে রাজ্য রঞ্জি দলের ক্রিকেটার রাণা দত্ত, সঞ্জয় মজুমদার, অনূর্ধ্ব-২৫ দলের শাহরুখ হুসেন, অমিত আলি, সম্রাট সূত্রধর, সপ্তজিৎ দাস-এর মতো ক্রিকেটার। দলে লিয়েনে নেওয়া হয়েছে অর্কপ্রভ সিনহা, কৌশল আচার্য এবং সৌরভ সাহানিকে। দলের কোচ নির্বাচিত হয়েছেন সঞ্জীব সাহা। এদিকে স্ফুলিঙ্গ দলে রয়েছেন রাজ্য দলের একঝাঁক ক্রিকেটার। তবে ভিনরাজ্যের কোনও ক্রিকেটারকে আপাতত নেয়নি ওই ক্লাব। দলে রয়েছেন মণিশঙ্কর মুড়া সিং, অভিজিৎ সরকার, অজয় সরকার, বিক্রম কুমার দাস, বিক্রম দেবনাথ, আনন্দ ভৌমিক, জয়দীপ ভট্টাচার্য, চিরঞ্জীব পাল এবং দীপ্তনু চক্রবর্তীর মতো প্রতিভাবান ক্রিকেটার। খেতাব জয়ের অন্যতম দাবিদার ইউনাটেড ফ্রেন্ডসের হয়ে মাঠে নামবেন বিশাল ঘোষ, উদীয়ন বসু, দীপক ক্ষত্রী, রজত দে (অধিনায়ক), সেন্টু সরকার,নবীন কুমার, শুভম ঘোষ, প্রীয়াংশু গৌতম, ঋত্বিক শ্রীবাস্তব, পারভেজ সুলতান, অপূর্ব বিশ্বাস, বিল্লাল মিঁয়া, সন্দীপ সরকার (লিয়েন), অরবিন্দু।
2023-02-22