মস্কোর হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে শিশু সহ মৃত সাত

মস্কো, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : মঙ্গলবার গভীর রাতে মধ্য মস্কোর তাগানস্কি জেলার একটি বহুতল ভবনের পঞ্চম তলায় থাকা এক হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে শিশু সহ সাতজন অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গিয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও ১১ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মধ্য মস্কোর তাগানস্কি জেলার একটি বহুতল ভবনের পঞ্চম তলায় থাকা এমকেএম নামে একটি হোটেলে আচমকাই আগুন লাগে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা চালিয়েছিলেন আবাসিকরা। যদিও তাতে কোনও লাভ হয়নি। অগ্নিদগ্ধ হয়ে দুই শিশু সহ ছয় জন ঘটনাস্থলেই প্রাণ হারান। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়। অগ্নিদগ্ধ ১২ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকি‍ৎসাধীন অবস্থায় হাসপাতালে একজনের মৃত্যু হয়। ২০০ জনকে অবশ্য নিরাপদেই বহুতলের বিভিন্ন তলা থেকে উদ্ধার করা হয়।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে ওই হোটেলটিতে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু হয়েছে।