কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা । আর মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য এবার বাড়ানো হচ্ছে মেট্রো রেল ।
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। চলবে মার্চের ৪ তারিখ পর্যন্ত। আবার একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে, চলবে ২৭ তারিখ পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো ও বাড়ি ফেরার সুবিধার জন্য ২৫ ফেব্রুয়ারি ও ৪-১৮-২৫ মার্চ মিলবে অতিরিক্ত মেট্রো । সকাল ১০টা থেকে দুপুর ১২টা চলবে অতিরিক্ত দু’জোড়া ট্রেন । আবার পরীক্ষা শেষে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আরও অতিরিক্ত ২ জোড়া মেট্রো চলবে। এছাড়াও সকাল ৯টা থেকে রাত রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত ৫-৬ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা ।

