নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ আগামী ১৫ মার্চ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং ১৬ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে৷ বুধবার মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করে পর্ষদ সভাপতি ভবতোষ সাহা জানান, আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ চলবে উনিশ এপ্রিল পর্যন্ত৷ এছাড়া মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ মার্চ থেকে চলবে ১৮ এপ্রিল পর্যন্ত৷ মাদ্রাসা আলিম পরীক্ষা চলবে ১৬ মাস থেকে ১৮ এপ্রিল পর্যন্ত৷ মাদ্রাসা ফাজিল পরীক্ষা ১৫ মাস থেকে শুরু হয়ে শেষ হবে ৫ এপ্রিল৷ আগামীকাল থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এডমিট কার্ড প্রদান শুরু হবে৷ মধ্যশিক্ষা পর্ষদ অফিস থেকে সুকল কর্তৃপক্ষকে এডমিট কার্ড সংগ্রহ করার জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আহ্বান জানিয়েছেন৷ আগামী সপ্তাহেই সুকল থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রী তাদের এডমিট কার্ড সংগ্রহ করতে পারবে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তথ্য দিতে গিয়ে জানান এবছর মাধ্যমিকের পরীক্ষার্থী ৩৮ হাজার ১১৬ জন৷ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ৩৩ হাজার ৪৩৫ জন৷ অন্যান্য বছরের তুলনায় এবছর মাধ্যমিকের ছাত্রীর সংখ্যা কম বলে জানান তিনি৷ এ বছর সাতটি মাদ্রাসা থেকে মাদ্রাসা আলিম পরীক্ষায় বসবে ১২১ জন পরীক্ষার্থী৷ মাদ্রাসা ফাজিল পরীক্ষায় বসবে ৬২ জন পরীক্ষার্থী৷ এ বছর উচ্চমাধ্যমিকের জন্য ১১২ টি ভ্যানু এবং মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ১৬২টি ভ্যানু থাকছে৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি৷
2023-02-22