কলকাতা,২২ ফ্রেবুয়ারি (হি. স.): গত কয়েকদিন ধরেই ডিএ নিয়ে চলছে আন্দোলন কলকাতা পুরসভায় । এবার কলকাতা পুরসভার কর্মীরা কর্ম বিরতির ডাক দিলেন । আর তাতেই ফুঁসে উঠলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ।
সংগ্রামী যৌথ মঞ্চের দু’দিনব্যাপী কর্মবিরতি শেষ হয়েছে। তারপরই এবার ধর্মঘটের ডাক উঠেছে কলকাতা পুরসভায়। শুক্রবার ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতেই কর্মবিরতি ডেকেছে কলকাতা পুরসভায় সরকার বিরোধী বিভিন্ন ইউনিয়ন । এই ঘটনায় এদিন মেয়র ফিরহাদ হাকিম পাল্টা হুমকি দিয়েছেন । তার সাফ হুশিয়ারি , ”যাঁরা কাজে যোগ দেবেন না তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । তৃণমূল কংগ্রেস সরকার বনধ সংস্কৃতির বিরোধী ” ।