আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় নির্বাচন পরবর্তী সন্ত্রাস আইন-শৃংখলা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। ফলে, গণনার দিন পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন এবং প্রশাসন আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে। আজ ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা উত্তর ত্রিপুরা সফর করেছেন। ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যেকে সাথে নিয়ে তিনি প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে মূলত উত্তর ত্রিপুরায় আইন-শৃংখলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে। সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনোত্তর সন্ত্রাসে উত্তর ত্রিপুরা শীর্ষে রয়েছে। বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণেই মুখ্য সচিব আজ ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে সাথে নিয়ে উত্তর ত্রিপুরা সফর করেছেন। ধর্মনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছড়া সার্বিকভাবে উত্তর ত্রিপুরায় আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তিনি স্বীকার করেছেন, উত্তর ত্রিপুরায় নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা ঘটেছে। তবে, প্রতিটি ক্ষেত্রেই সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে, খুবই অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
তাঁর বক্তব্য, গণনার দিন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা হোক চাইছি না। তাই, মুখ্য সচিব সরেজমিনে পর্যবেক্ষণে এসেছেন। তাঁর দাবি, স্ট্র্ং রুমের নিরাপত্তায় ত্রিস্তরিও সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিনিয়ত পেট্রোলিং জারি রয়েছে। তাতে আমার বিশ্বাস গণনার দিন সন্ত্রাসের ঘটনা ঘটবে না এবং শান্তিপূর্ণভাবেই নির্বাচনের ফলাফল ঘোষণা দেওয়া সম্ভব হবে।

