সরকার ঘোষিত মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবিতে এমডির অফিস ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ রাজ্য সরকার ঘোষিত বারো শতাংশ ডি এর টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কপর্োরেশন লিমিটেডের কর্মচারীরা মঙ্গলবার গোর্খাবস্তিস্থিত কার্যালয়ের সামনে ম্যানেজিং ডিরেক্টরকে ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন৷  কর্মীরা রাজ্য সরকার ঘোষিত বারো শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার ম্যানেজিং ডিরেক্টর এর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে গুরুত্ব অভিযোগ করা হয়েছে৷ জানাজায় রাজ্য সরকার ডা এঘোষণা করলেও ত্রিপুরা রিহ্যাবিলিশন প্লান্টেশন কপর্োরেশন লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এর বদান্যতায় ১২২ জন কর্মচারী এখনো পর্যন্ত বকেয়া ডিএর টাকা পাননি৷ বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কর্মীরা গত বেশ কিছুদিন ধরেই ম্যানেজিং ডিরেক্টরের কাছে দাবি জানিয়ে আসছিলেন৷ কিন্তু তিনি এ ব্যাপারে কোন সাড়া দিয়েছিলেন না৷ মঙ্গলবার সমস্ত কর্মচারীরা এক যুগে ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদেরকে দিয়ে মিটিয়ে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন৷ অফুরন্ত দপ্তর কর্মীদের কর্মসংসৃকতি নিয়ে প্রশ্ণ তোলেন ম্যানেজিং ডিরেক্টর৷ ত্রিপুরা ইহাভুলেশন প্লান্টেশন কপর্োরেশনের কর্মচারীরা জানান রাজ্যের অন্যান্য সব কটি কপর্োরেশনের কর্মীরা ইতিমধ্যেই বকেয়া ডি এর টাকা পেয়ে গেছেন৷ একমাত্র তাদেরকেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ এজন্য তারা ম্যানেজিং ডিরেক্টরকে পুরো ভাগে দায়ী করেন৷ অবিলম্বে বকেয়া ডি এর টাকা মিটিয়ে না দিলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *