বিশালগড় ও আড়ালিয়ায় দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷বিশালড়ের গৌতম কলোনি ও পূর্ব থানার আড়ালিয়ার সুভাষ পল্লীতে দুঃসাহসের চুরির ঘটনা ঘটেছে৷ বিশালগড় থানাধীন ১ নং গৌতম কলোনিতে    দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ আশি হাজার স্বর্ণালংকার সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা৷বিশালগড় ১ নং গৌতম নগর এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরি৷ঘটনা বিবরনের জানা যায়, বিশালগড় থানাধীন ১ নং গৌতম নগর এলাকায় বাড়ির লোকের অনুপস্থিতিতে চোরের দল ১ নং গৌতম নগর এলাকায় অরবিন্দ সাহার বাড়িতে হানা দিয়ে নগদ ৮০ হাজার টাকা সহ মূল্যবান  সামগ্রী নিয়ে পালিয়ে যায়৷ মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ বাড়ির মালিক অরবিন্দ সাহা খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন বাড়িতে এবং বাড়িতে এসে দেখতে পান সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড৷ তা দেখে তিনি হতবাক হয়ে পড়েন৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বাড়ির মালিক অরবিন্দ সাহা জানান তিনি পরিবারের লোকজনদের নিয়ে গত শনিবার একটি পুজোর অনুষ্ঠানে যান৷ পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ কে কাজে লাগিয়ে চোরেরা এই চুরির ঘটনা সংঘটিত করেছে৷  খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে  তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া মালপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ এক নং গৌতম কলোনি এলাকায় চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকার জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷
বাড়ি ঘরে চুরির ঘটনা এখন নিত্য নৈমেত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে৷  পুলিশ কোনভাবেই চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনতে পারছে  না৷ কিছু কিছু ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারলেও অধিকাংশ ঘটনায় শূন্য হাতে ফিরতে হচ্ছে৷  মঙ্গলবার পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া সুভাষপল্লী ৩ নং ওয়ার্ড এলাকায় অনিমা দাসের  বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷  অনিমা দাস জানান সোমবার  রাতে সন্ধ্যার পর ঘরে তালা দিয়ে কাজে চলে যান৷ সেই সময় বাড়ি খালি ছিল৷ কাজ সেরে মঙ্গলবার সকালে বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের একটি জানালা ভাঙ্গা৷  এরই মধ্যে ঘরে প্রবেশ করে চুরির ঘটনাটি দেখতে পান৷ অনিমা দাস জানান চোরের দল ঘরের জানালা ভেঙ্গে ঘরেতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ খবর পেয়ে আসে৷ অনিমা দাস জিবিতে ক্যাজুয়াল কর্মী হিসাবে কর্মরত৷ তবে স্থানীয় কেউ যুক্ত রয়েছে বলে তাঁর সন্দেহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *