নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ মঙ্গলবার দ্বারিকাপুর গিরিন্ডশীল পাড়া এলাকায় নিহত দিলীপ শুক্ল দাসের বাড়িতে যান সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে রাজ্য কমিটির এক প্রতিনিধি দল৷ মৃতার ছেলের সাথে কথা বলার পাশাপাশি স্ত্রী ও মায়ের সঙ্গে কথা বলেন তারা৷ সিপিএম রাজ্য সম্পাদককে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মৃতার মা৷ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সিপিআইএম নেতৃবৃন্দ৷ উল্লেখ্য, গত ১৮ ই ফেব্রয়ারি কল্যাণপুর থানার অন্তর্গত দারিকাপুর গীরিন্ডশীল পাড়া এলাকায় দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণকমল দাসের সাথে বামকর্মী দিলীপ শুক্ল দাসের কোন এক বিষয় নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়৷ পরবর্তী সময় বাক বিতন্ডা থেকে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে বিজেপি প্রধান কৃষ্ণ কমল দাস বাম কর্মী দিলীপ দাসের মাথায় কাঠের টুকরো দিয়ে আঘাত করে৷ এতে করে গুরুতর রক্তাক্ত হয় বাম কর্মী দিলীপ দাস৷ পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারী মৃত্যু হয় দিলীপ শুক্ল দাসের ৷ এদিন সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জানান, গত ১৬ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে রাজ্যের মানুষ তাদের দৃঢ়চেতা মনোভাব স্পষ্ট করে দিয়েছে৷ এটা শাসকদলের শিবিরে কম্পন ধরিয়েছে৷ আতঙ্ক, অনিশ্চিয়তা, পরাজয়ের ভূত চেপে ধরেছে৷ তারই বহিঃপ্রকাশ এই ঘটনা৷ শাসক দলের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান সিপিএম রাজ্য সম্পাদক৷ ধৈর্য্য ধরে অপেক্ষা করার বার্তা দেন তিনি৷নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ মঙ্গলবার দ্বারিকাপুর গিরিন্ডশীল পাড়া এলাকায় নিহত দিলীপ শুক্ল দাসের বাড়িতে যান সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে রাজ্য কমিটির এক প্রতিনিধি দল৷ মৃতার ছেলের সাথে কথা বলার পাশাপাশি স্ত্রী ও মায়ের সঙ্গে কথা বলেন তারা৷ সিপিএম রাজ্য সম্পাদককে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মৃতার মা৷ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সিপিআইএম নেতৃবৃন্দ৷ উল্লেখ্য, গত ১৮ ই ফেব্রয়ারি কল্যাণপুর থানার অন্তর্গত দারিকাপুর গীরিন্ডশীল পাড়া এলাকায় দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণকমল দাসের সাথে বামকর্মী দিলীপ শুক্ল দাসের কোন এক বিষয় নিয়ে বাকবিতন্ডা সৃষ্টি হয়৷ পরবর্তী সময় বাক বিতন্ডা থেকে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে বিজেপি প্রধান কৃষ্ণ কমল দাস বাম কর্মী দিলীপ দাসের মাথায় কাঠের টুকরো দিয়ে আঘাত করে৷ এতে করে গুরুতর রক্তাক্ত হয় বাম কর্মী দিলীপ দাস৷ পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারী মৃত্যু হয় দিলীপ শুক্ল দাসের ৷ এদিন সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জানান, গত ১৬ ফেব্রুয়ারী ভোটের মাধ্যমে রাজ্যের মানুষ তাদের দৃঢ়চেতা মনোভাব স্পষ্ট করে দিয়েছে৷ এটা শাসকদলের শিবিরে কম্পন ধরিয়েছে৷ আতঙ্ক, অনিশ্চিয়তা, পরাজয়ের ভূত চেপে ধরেছে৷ তারই বহিঃপ্রকাশ এই ঘটনা৷ শাসক দলের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান সিপিএম রাজ্য সম্পাদক৷ ধৈর্য্য ধরে অপেক্ষা করার বার্তা দেন তিনি৷
2023-02-21