জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : লোহার রড বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় দুইজন আহত হয়েছে। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ি ব্যারেজ এলাকায়।
জানা গেছে, গাড়িটি দুর্গাপুর থেকে অসমের দিকে যাচ্ছিল। সোমবার সকালে ফুলবাড়ী বেড়িবাঁধের কাছে লোহার রড বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক ও খালাসি আহত হন। যদিও দুজনেরই আঘাত গুরুতর নয়। ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লরিটি উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।