কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে সিবিআইয়ের হাতে। সম্প্রতি সিবিআই মালদা থেকে গ্রেফতার করেছে তৃণমূল নেতা আব্দুল খালেককে। তাঁকে জেরা করে খোঁজ মিলেছে বরানগরের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর, যিনি নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে অনুমান করা হচ্ছে। অনুমান সত্যি কিনা জানতে সিবিআই তল্লাশি শুরু করেছে ওই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর ফ্ল্যাটে।
পাশাপাশি শ্যামল সেন নামক ওই ব্যাংক কর্মীকে জেরা করা হচ্ছে। অভিযোগ উঠেছে এই ব্যাংক কর্মীর কাছে অবৈধ নিয়োগের কমিশন আসত। নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে শাসকদলের একের পর এক হেভিওয়েট ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারীদের জালে। এই পরিস্থিতিতে এবার ব্যাংক কর্মীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সিবিআই নতুন কোন তথ্য সামনে আনে।