দিল্লিতে ওয়াইসির বাসভবনে পাথর-হামলা, পুলিশ জানাল আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বাসভবনে পাথর ছুড়ল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। রবিবার বিকেল ৫.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে নতুন দিল্লির অশোকা রোড এলাকায়, ওয়াইসির বাসভবনে। হায়দরাবাদ থেকে লোকসভার সদস্য বলেছেন, ২০১৪ সালের পর থেকে এই ধরনের ঘটনা চতুর্থবার ঘটল।

ওয়াইসি জানিয়েছেন, জয়পুর থেকে ফিরে আসার পর বাড়ির পরিচারিকার কাছ থেকে পাথর নিক্ষেপের বিষয়ে তিনি জানতে পারেন। এ বিষয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওয়াইসি। সোমবার সকালে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সময় ওয়াইসি নিজের বাসভবনে উপস্থিত ছিলেন না, একটি ইট/পাথর পেছনের প্রবেশপথে পার্কিং এলাকায় পাওয়া গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।