নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা তথা গুজরাটের প্রাক্তন রাজ্যপাল ওমপ্রকাশ কোহলি সোমবার ৮৭ বছর বয়সে মারা গেছেন। তার নাতনি কর্ণিকা কোহলি এ খবর জানিয়েছেন।
সোমবার তিনি জানান, তাঁর দাদু ওম প্রকাশ কোহলি মারা গেছেন। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নয়াদিল্লির নিগম বোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যের আগে তাঁর মরদেহ ময়ূর বিহারে তাঁর বাড়িতে শেষ দর্শনের জন্য রাখা হবে।
কোহলির মৃত্যুতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ওপি কোহলি, দীর্ঘ কর্মজীবনে তাঁর দক্ষতা এবং বৃত্তির জন্য অনেক সম্মান অর্জন করেছিলেন। তিনি গুজরাটের রাজ্যপাল ছিলেন। দিল্লিতে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতেও তিনি কার্যকর ভূমিকা রাখেন।
দিল্লির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ ডঃ হর্ষ বর্ধন বলেন, ভারতীয় রাজনীতির এক যুগের অবসান হয়েছে। তাঁর চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দিল্লিতে বিজেপির সারথি ছিলেন তিনি। একজন জাতীয়তাবাদী ও দূরদর্শী জননেতা হিসেবে দেশ তাকে চিরদিন মনে রাখবে।