করিমগঞ্জ (অসম) ২০ ফেব্রুয়ারি (হি.স.) : বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু পাচার ও পকসো আইন তথা শিশু সুরক্ষার অন্যান্য বিষয়বস্তু নিয়ে রবিবার করিমগঞ্জে এক প্রশিক্ষণ কার্যসূচি সহ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার চা বাগান এলাকার জনগণের মধ্যে শিশুদের সুরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সচেতনতা গড়ে তুলতে জেলার ২৩টি চা বাগানের কমিউনিটি লিডার, কমিউনিটি ভলান্টিয়ার এবং স্থানীয় ছাত্র সংগঠনের নেতাদেরকে নিয়ে করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা ইউনিটের ব্যবস্থাপনায় জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে রবিবার এই প্রশিক্ষণ কার্যসূচি সহ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে শিশু সুরক্ষার বিভিন্ন আইন ও ধারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে উপস্থিত সবাইকে প্রশিক্ষণ দেন শিশু কল্যাণ কমিটির সদস্য তথা রিসোর্স পার্সন সত্যজিৎ দাস। এতে করিমগঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তথা ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়াম্মি প্রশিক্ষণে অংশগ্রহণ করা চা বাগান এলাকার কমিউনিটি ভলান্টিয়ার ও অন্যদের শিশু সুরক্ষার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে চা বাগান এলাকার জনগণ সহ অন্যান্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশু সুরক্ষা আধিকারিক দেবযানি দাস শিশু সুরক্ষার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলি নিয়ে উপস্থিত সবাইকে অবগত করান। এদিনের এই প্রশিক্ষণ কার্যসূচি অনুষ্ঠিত করতে করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।