কানকি, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তর দিনাজপুরের কানকি ফাঁড়ির মজলিশপুর ২৭ নম্বর জাতীয় সড়কে ছোট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে ঘটনাটি ঘটে। মৃতের নাম অলক কুণ্ডু (৩৫) । বাড়ি ডালখোলা থানার সূর্যাপুর এলাকায়।
জানা গিয়েছে, এদিন অলক বাইক নিয়ে বাড়ি থেকে কানকি যাচ্ছিলেন। মজলিশপুর এলাকায় তাঁর বাইকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন অলক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কানকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গাড়িটি আটক করেছে পুলিশ তবে পলাতক চালক। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ।