বাগডোগরা, ২০ ফেব্রুয়ারি (হি. স.) : বাগডোগরার অদূরে তাইপু চা বাগানে চিতাবাঘের আক্রমণে জখম এক মহিলা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, জখম মহিলার নাম ফাতিমা লাকড়া(৪৮)। তাঁকে প্রথমে চা বাগানের হাসপাতালে ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে ফতিমা এবং অন্য শ্রমিকরা চা বাগানের ৭ নম্বর সেকশনে কাজ করছিলেন। ওই সময়ে চিতাবাঘ ফতিমার ওপর ঝাপিয়ে পড়ে। কোনরকমে নিজেকে রক্ষা করে প্রাণে বাঁচেন তিনি।