ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। জাতীয় সাব-জুনিয়র জিমন্যাস্টিক্সে ত্রিপুরার জন্য দারুন খবর রয়েছে। শ্রীপর্ণা দেবনাথ ও মৌনালী করের হাত ধরে ত্রিপুরার ঝুলিতে দুটি পদক এসেছে। তার মধ্যে একটি স্বর্ণপদক ও অপরটি রৌপ্য পদক। কলকাতায় আয়োজিত জাতীয় সাব জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার দুই মহিলা জিমন্যাস্ট শ্রীপর্ণা দেবনাথ ও মৌনালি কর দুটি পদক জয়ের মধ্য দিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। শ্রীপর্ণা দেবনাথ অ্যাপারেটার্স ফ্লোর এক্সারসাইজে দুর্দান্ত পারফর্ম করে স্বর্ণপদক জিতে নিয়েছে। অপর জিমনাস্ট মৌনালী কর অ্যাপারেটাস ভলটিং টেবিলে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক পেয়েছে। কলকাতার ক্ষুদিরাম বসু অনুশীলন কেন্দ্রে চারদিনব্যাপী আয়োজিত জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে রবিবারে শেষ হয়েছে। ত্রিপুরা থেকে বালক বালিকা বিভাগে ৯ জন জিমন্যাস্ট এতে অংশ নিয়েছিল।
2023-02-19

