আগরতলা, ১৯ ফেব্রুয়ারি(হি.স.) : পরাজয় নিশ্চিত জেনে বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস গোটা রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরী করেছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য। তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন রাজ্যে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার।
এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সুন্দর নির্বাচন সম্পন হওয়ার পর থেকে বিগত দুই দিন যাবৎ গোটা রাজ্যে রাজনৈতিক হিংসা-প্রতিহিংসা সংঘটিত করে চলছে বিরোধী দল কংগ্রেস সিপিএম।
সাথে তিনি কটাক্ষ করে বলেন, বিগত ২৫ বছর সিপিএম শুধু সন্ত্রাস করেই রাজত্ব করে গেছে।এখন সন্ত্রাসের সাথে গুন্ডাবাহিনী কংগ্রেস মিলিত হয়েছে। এক সন্ত্রাসী দল অন্য গুন্ডাবাহিনী দল এই দুই দল মিলে ভারতীয় জনতা পাটি এবং জনসাধারণের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার তৈরী করার চেষ্টা করছে।
এদিন, রাজীব ভট্টাচার্য্য আরও বলেন,পরাজয় নিশ্চিত জেনে বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস গোটা রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরী করেছে। ২ মার্চ বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।