ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। স্বমহিমায় রয়েছে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। প্রাক নির্বাচনী সময়ে পেশাগত ব্যস্ততা কাটিয়ে বিনোদনমূলক ক্রিকেটে জয় অব্যাহত রেখেছেন সাংবাদিক ক্রিকেটাররা। ভোলাগিরির বিপরীতে ভগৎ সিং গ্রাউন্ডে আংশিক ছুটির দিনে সম্প্রীতির মেলবন্ধনে আজ, রবিবার সামিল হয়েছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা ব্রাঞ্চ। পেশাগত দায়িত্বের নিরিখে শশব্যস্ত দুই দল ক্রিকেটে মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে জয় হয়েছে মূলতঃ ক্রিকেটের-ই। পারস্পরিক সম্প্রীতির বাতাবরণে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেটে কার্যত জেআরসি ৪৬ রানের ব্যবধানে জয়ী হয়েছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। টি-টোয়েন্টি ফরম্যাট জেআরসি সীমিত ২০ ওভার পর্যন্ত খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাপন দাসের ৪৬ রান ও ওপেনার মেঘধন দেবের ৩৭ রান উল্লেখযোগ্য। এছাড়া, মনোজিৎ দাসের ১২ রান, প্রসেনজিৎ সাহার ৭ রান এবং সুব্রত দেবনাথের অপরাজিত চার রানও উল্লেখ করার মতো। ফিজিওথেরাপি সংস্থার বোলার সাচলাং দেববর্মা চারটি এবং রাজেশ মোদক দুইটি উইকেট পেয়েছে। এছাড়া, দীপেন কর্মকার ও বিজয় দেবনাথ পেয়েছে একটি করে উইকেট। জবাবে আইএপি-ত্রিপুরা ব্রাঞ্চ ব্যাট করতে নেমে ১৪ ওভার খেলে ৯০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সুবীর দাস দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে সর্বাধিক ৪৩ রান সংগ্রহ করলেও অন্যরা তেমন সঙ্গ দিতে না পারায় শেষ রক্ষা সম্ভব হয়নি। জেআরসি-র বোলার মনোজিৎ দাস তিনটি এবং বাপন দাস, জাকির হোসেন ও দিব্যেন্দু দে দুটি করে উইকেট পেয়েছে। অভিষেক দে পেয়েছে একটি উইকেট। জেআরসি-র জয়ের পেছনে দলের অন্যান্য খেলোয়াড় বিশ্বজিৎ দেবনাথ, তাপস দেব, মৃদুল চক্রবর্তী, মিল্টন ধর, বিষ্ণুপদ বণিকের ভূমিকাও অনস্বীকার্য। খেলা শেষে মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আইএপি-ত্রিপুরা ব্রাঞ্চের সচিব সৌম্য ভট্টাচার্য, জেআরসি-র সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, সচিব অভিষেক দে, সাংবাদিক অরিন্দম চক্রবর্তী প্রমূখ বিজয়ীদের হাতে সদৃশ্য ট্রফি তুলে দেন। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে বাপন দাস পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার সুকান্ত সাহা ও সবুজ খান। দু’দলের মধ্যে প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ এই ম্যাচের মধ্য দিয়ে সম্প্রীতি আরও দৃঢ়তা পাওয়ার আশা ব্যক্ত করে দু’দলের ব্যবস্থাপক তথা আইএপি-ত্রিপুরা ব্রাঞ্চের সচিব সৌম্য ভট্টাচার্য ও জেআরসি-র সচিব অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
2023-02-19

