নেতাজি:- ২৬১/৭(৪০)
ভবনস্:- ২৬২/৯(৪০)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। রোমাঞ্চকর জয় ছিনিয়ে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ফাইনালে পৌঁছলো। শেষ বলে এক উইকেটে শ্বাসরুদ্ধকর জয়। এদিকে, একটুর জন্য হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৭ সদর সাব ডিভিশনাল আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে এক উইকেটে জয়ী হয়ে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ফাইনালে খেলবে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে সকাল নটায় ম্যাচ শুরুতে টস জিতে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন নির্ধারিত ৪০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রসেনজিৎ সাহার অনবদ্য শতরান যথেষ্ট উল্লেখযোগ্য। প্রসেনজিৎ ৬৯ বল খেলে ছয়টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত ১০২ রান সংগ্রহ করে। এছাড়া, ওপেনার জিৎ দত্তের ৩৩ রান এবং দ্বীপ দে-র ২৪ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত খাতে প্রাপ্ত ৪৬ রান তাদের অনেকটা সহযোগিতা করেছিল। ভবনস্ ত্রিপুরার অধিনায়ক দেবব্রত সরকার ২৯ রানে তিনটি এবং জয় দাস ৩৩ রানে দুটি উইকেট পেয়েছে। এছাড়া, সুমিত যাদব পেয়েছে একটি উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির ওপেনার অর্কজিৎ পালের কাঁধে ভর করে মূলতঃ এগোতে থাকে। সুমিত যাদব দুর্দান্ত সঙ্গ দিলে এই জুটিই দলকে ১১৫ রান যোগ করে দেয়। ৯৭ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ছটি ওভার বাউন্ডারি মেরে অর্কজিতের সংগৃহীত ১১৪ রান দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। সুমিতও ৪২ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে ৬২ রান সংগ্রহ করে। তবে শেষ দিকে আমন কুমার সিং এর অনবদ্য অপরাজিত ভূমিকা দলকে জয় এনে দেয়। আমন ১৮ বল খেলে ১৮ রানে অপরাজিত থাকে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের রুদ্র সেনগুপ্ত, অর্পণ ভট্টাচার্য ও অঙ্কুর শীল প্রত্যেকে দুটি করে এবং দীপ দে একটি করে উইকেট পেয়েছিল। শেষ বলে আমন কুমার ও তুহিন সরকার জুটিই দলের জন্য জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে স্বাসরুদ্ধকর জয় পায়। বিজয়ী ভবনস্ ত্রিপুরার ওপেনার অর্কজিৎ পাল পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

