আগরতলা,১৮ ফেব্রুয়ারি(হি.স.) : ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশি সহ চৌদ্দজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে আটক করেছে সরকারি রেল পুলিশ।
জনৈক রেল পুলিশ কর্মী জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কিছু বাংলাদেশী ও রোহিঙ্গা আগরতলা রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্গা ক্সপ্রেস দিয়ে কলকাতা যাওয়ার উদ্দ্যেশে রওয়না দিবেন। সেই খবরের ভিত্তিতে শনিবার সকালে আগরতলা সরকারি রেল পুলিশ ও আরপিএফ জওয়ানরা উত পেতে বসে থাকে।আরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে রেলস্টেশনে কলকাতা যাওয়ার জন্য আসলে সন্দেহজনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয়পত্র থেকে ষ্পষ্ট হয়ে যায় তাঁরা রোহিঙ্গা। মোট ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দুইজন বাংলাদেশী ,চৌদ্দজন রোহিঙ্গা এবং একজন দালালকে আটক করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন,তাঁদের বিরুদ্ধে মামল দায়ের করা হয়েছে এবং তাঁদের আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো জানিয়েছেন,চলতি মাসে এখনও পর্যন্ত ৩৩জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

