আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলেও রাতেই উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন স্থানে। এমনই গতরাতে আগরতলায় স্বামী বিবেকানন্দ আবাসনে বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনা ছড়িয়েছে। তাতে পাঁচজন গুরুতর আহত হয়ে জি বি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আজ সকালে ওই আবাসনের পাশে পাইপ বোম উদ্ধার হয়েছে। বোম স্কোয়াড ওই বোমটি নিষ্ক্রিয় করেছে। পুলিশ ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। স্থানীয় বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ সরাসরি বিজেপিকে নিশানা করেছেন। বিজেপি প্রার্থী পাপিয়া দত্তও কংগ্রেস প্রার্থীর দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। এদিকে, ওই ঘটনায় দোষীর শাস্তি চেয়ে বিজেপি কর্মীরা ভিআইপি রোড অবরোধ করেছেন।
কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ আজ অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতি গত রাতে হামলা হুজ্জুতী করেছে। পাল্টা প্রতিরোধে কয়েকজনকে স্থানীয় মানুষ মারধর করেছেন। তিনি বলেন, বিজেপির ভয়ভীতি উপেক্ষা করে স্বামী বিবেকানন্দ আবাসনের নিরীহ গরীব মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাই, গত রাতেই তাঁরা বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের রক্তচক্ষুর শিকার হয়েছেন। ওই আবাসনেই জবরদখল করে থাকা লিটন মোদকের নেতৃত্বে দুষ্কৃতিরা আবাসিকদের মারধর করেছেন। তাই, অন্যান্য আবাসিকরা প্রতিরোধ গড়ে তুলেছেন।
এদিকে, ওই ঘটনার জন্য বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত সরাসরি কংগ্রেস প্রার্থীকে নিশানা করেছেন। তিনি বলেন, সিপিএমের সমর্থিত মাফিয়াদের হাতিয়ার করে হেভিওয়েট কংগ্রেস প্রার্থী নিরীহ বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালানো হয়েছে। তাতে, মহিলা সহ ৫ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের বর্তমানে জি বি হাসপাতালে চিকিত্সা চলছে। তাঁর অভিযোগ, ওই হেভিওয়েট কংগ্রেস প্রার্থী বরাবর মানুষকে নিয়ে খেলা করেন। ভোটে হার নিশ্চিত জেনে আবারও নোংরা খেলায় মেতে উঠেছেন।
ওই ঘটনায় আহতদের দেখতে আজ জি বি হাসপাতালে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শান্তিপূর্ণ নির্বাচন এবং ভোটের হার দেখে বিরোধীরা পরাজয় নিশ্চিত বুঝে গেছেন। তাই, সন্ত্রাসকে হাতিয়ার করেছেন। তাঁর কথায়, সারা রাজ্যে একাধিক স্থানে সন্ত্রাসে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাঁর আবেদন, সন্ত্রাসের বদলে ভোটের ময়দানে লড়াই হোক।
এদিকে, দোষীদের গ্রেফতারের দাবিতে আজ বিজেপি কর্মীরা ভিআইপি রোড অবরোধ করেন। বিজেপি প্রার্থী পাপিয়া দত্তের নেতৃত্বে বিজেপি কর্মীরা ওই অবরোধ করেছেন। দীর্ঘক্ষণ পর পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে।

