চাকুরীচ্যুত শিক্ষকদের বাড়িতে হামলার প্রতিবাদে ডিজিপি অফিস ঘেরাও করে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ মোহনপুরে বৃহস্পতিবার রাতে চাকুরিচ্যুত শিক্ষকের বাড়িতে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করেছে চাকুরিত শিক্ষকদের যৌথ সংগঠন৷
নির্বাচনী সন্ত্রাসে দিকে দিকে আক্রান্ত চাকুরিহারা শিক্ষকরা৷ শুক্রবার রাজ্য পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানায় জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০ হাজার ৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷চাকুরিচ্যুত শিক্ষক সত্যজিৎ দে -র মোহনপুরস্থিত বাড়িতে দুষৃকতিকারীদের হামলার প্রতিবাদে রাজ্য পুলিশের সদর কার্যালয় ঘেরাও করল জে এম সি  ১০,৩২৩৷ অভিযোগ বৃহস্পতিবার ভোট সম্পূর্ণ হওয়ার পর রাজনৈতিক নেতৃত্বদের ইন্ধনে সন্ত্রাসবাদীরা ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর আক্রমণ সংগঠিত করছে৷  ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ সংগঠিত করে তছনছ করে দেয় তার বাড়ি৷ একইভাবে ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার ভোট সম্পূর্ণ হওয়ার পর রাতের বেলা দশটা নাগাদ ১০,৩২৩ -এর শিক্ষক সত্যজিৎ দে -র বাড়িতে অর্ধ শতাধিক সন্ত্রাসবাদী ১৪৪ ধারার মধ্যেও প্রার্থীর নির্দেশে হামলা চালায়৷ কোনক্রমে বাড়ি ছেড়ে পালিয়ে প্রান বাঁচায় চাকরি হারা শিক্ষকের পরিবার৷ এই ঘটনার পর পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কোন দুষৃকতী গ্রেফতার হয়নি৷ তাই পশ্চিম জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা জন্য এই ঘেরাও বলে জানান চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা৷   পরবর্তী সময়ে পুলিশের আশ্বাস পেয়ে ঘেরাও প্রত্যাহার করে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের তরফ থেকে  স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের হামলা পদ্ধতি বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হতে বাধ্য হবেন৷৷ বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তারা বলেন তারা ২০১৮ সালে নির্বাচনে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল চাকরিচ্যুত শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে৷৷ তাদেরকে চাকুরিতে ফিরিয়ে নেওয়ার বদলে তাদের ওপর ক্রমাগত আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়৷৷ পুলিশ লেলিয়ে দিয়ে তাদের গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দেওয়া হয়৷৷ এর প্রতিবাদে তারা বিজেপিকে ভোট না দেওয়ার আহবান জানায়৷ সে কারণেই চাকরি চ্যুত শিক্ষকদের বাড়িঘরে হামলা হুজ্জতি শুরু হয়েছে বলে সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে অনুযায়ী য়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারি দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *