ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। ত্রিপুরা দলের পদক জয় অব্যাহত রয়েছে। মিতালী, লাকি আজও পদক পেয়েছেন। তবে সেটি স্বর্ণপদক নয়, রিলে দৌড়ে রৌপ্য পদক পেয়েছে ৩৫ ততোর্ধ্ব বিভাগে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ৪৩ তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে ত্রিপুরা দল তিনটি স্বর্ণপদক, একটি রৌপ্য পদক ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে মোট পাঁচটি পদক পেয়েছে। এ পর্যন্ত ত্রিপুরা দলের ঝুলিতে আটটি স্বর্ণপদকসহ মোট ১৪ টি পদক এসেছে। আজ ৩০-৩৫ বছর বিভাগে লিটন দেববর্মা হার্ভেলসে স্বর্ণপদক পেয়েছে। এছাড়া, জেভলিন থ্রো-তে দেবাশীষ মজুমদার ৪০-৪৫ বছর বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। তবে দারুন রেজাল্ট করেছে মমতা নাথ, পোল-ভল্টে ৩৫-৪০ বছর বিভাগে সবাইকে ছাপিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছে। মহিলা বিভাগে রিলে দৌড়ে লাকি রায়, মমতা নাথ, দেবী রানী দাস ও মিতালী দেবনাথের টিম দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক পেয়েছে। ত্রিপুরা দলের বরীষ্ঠ অ্যাথলেট ৭০ উর্ধ্ব মহিলা বিভাগে শেফালী বর্ধন লং জাম্প ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। আগামীকাল প্রতিযোগিতার পঞ্চম তথা শেষ দিনে আশা করা যাচ্ছে রাজ্য দলের ঝুলিতে আরো কিছু পদক আসবে। রাজ্য দলের ম্যানেজার অমিয় কুমার দাস এ খবর জানিয়ে রাজ্য দলের সাফল্যে সকলেই খুশি বলে জানিয়েছেন।
2023-02-17

