ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি।। স্বপ্ন হয়তো অধরাই থাকবে বাংলার। প্রথম দিনের খেলা দেখে ক্রিকেট মহলের ধারণা অনেকটা এরকমই। সুমন্ত, ঈশ্বরণ, সুদীপ, অনুষ্টূপ, এমনকি মনোজ তেওয়ারি সমৃদ্ধ বাংলা দলের ব্যাটিং লাইনআপ এভাবে ধসে পড়বে, ইডেনে বসা বা টিভির পর্দায় ইডেনে চোখ রাখা অনেক ক্রিকেট প্রেমীই কিন্তু সেটা ভাবতে পারেননি। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ। বাংলা বনাম সৌরাষ্ট্রের খেতাবি লড়াই চলছে ইডেনে। প্রথম দিনের খেলা শেষে ৯৩ রানে পিছিয়ে রয়েছে সৌরাষ্ট্র। হাতে উইকেট রয়েছে আরও ৮টি। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই একদিকে যেমন প্রথম ইনিংসে লিড নেবে, অপরদিকে ভিত্ পাকা করার প্রয়াস নেবে সরাসরি জয়ের। অনেকটা যেন সেই ২০১৯-২০ এর রিপ্লে। তখন যদিও রাজকোটে, সেই একই রকম রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়েছিল। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে সৌরাষ্ট্র চ্যাম্পিয়ন হয়েছিল। আজ, বৃহস্পতিবার ম্যাচ শুরুতে টস জিতে সৌরাষ্ট্র প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও বাংলা শুরু থেকেই ভুলভাল খেলে উইকেট ছুঁড়ে আসতে থাকে। মিডল অর্ডারে শাহাবাজ- অভিষেক জুটি কিছুটা ধরে খেলার প্রয়াস নিলে সাফল্য পায়। শাহবাজ-অভিষেক জুটি দলের জন্য ১০১ রান যোগ করতে সক্ষম হয়। সব মিলে ৫৪.১ ওভার খেলে বাংলা ১৭৪ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে শাহাবাজের ৬৯ রান এবং অভিষেক পোড়েলের ৫০ রানে উল্লেখযোগ্য। অনুষ্টূপ মজুমদারের ১৬ রান বাদ দিলে কেউ দুই অঙ্কের রানেই পৌঁছাতে পারেনি। সৌরাষ্ট্রের বোলার উনাদকাত এবং চেতন শাকারিয়া তিনটি করে এবং চিরাগ জনি ও জাদেজা দুটি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৭ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। এর মধ্যে সৌরাষ্ট্র ২ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। ওপেনার জয় গোহিল ৬ রানে প্যাভিলিয়নে ফিরলেও অপর ওপেনার দেশাই ৩৮ রানে অপরাজিত রয়েছেন। বিশ্বরাজ সিং জাদেজা ২৫ রান সংগ্রহ করে আউট হলেও চেতন সাকারিয়া নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছেন ব্যক্তিগত ২ রান নিয়ে।
2023-02-16

