সিনিয়র উইমেন্স জোনাল ক্রিকেটে আজ নর্থকে হারাতে মরিয়া ইস্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি।। ঘুরে দাঁড়াতে চাইছে ইস্ট জোন। আগামীকাল চতুর্থ রাউন্ডের খেলায় ইস্ট জোন ও নর্থ জোন পরস্পরের মুখোমুখি হচ্ছে। খেলা হায়দ্রাবাদে ইসিআইএল গ্রাউন্ডে। একই সময়ে জিমখানা গ্রাউন্ডে সাউথ জোন খেলবে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে এবং রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট জোন খেলবে নর্থ-ইস্ট জোনের বিরুদ্ধে। উল্লেখ্য, একটা পরাজয় ইস্ট জোনকে কিছুটা পিছিয়ে দিয়েছে। সাউথ জোন, সেন্ট্রাল জোনের সঙ্গে ইস্ট জোনের পয়েন্ট সমসংখ্যক ৮ হলেও রানের গড়ে ইস্ট জোনের অবস্থান এখন চতুর্থ শীর্ষে। এদিকে নর্থ জোন পরপর তিন ম্যাচে জয়ী হয়ে জয়ের হ্যাট্রিক করে তালিকার শীর্ষে উঠে এসেছে। ফাইনালিস্ট হতে হলে ইস্ট জোনকে আগামীকাল অবশ্যই নর্থ জোনকে হারাতে হবে। বিসিসিআই আয়োজিত সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলছে হায়দ্রাবাদে। বুধবার তৃতীয় রাউন্ডের খেলায় ইস্ট জোন ৫৭ রানের ব্যবধানে সেন্ট্রাল জোনের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে। একই সময়ে জিমখানা গ্রাউন্ডে সাউথ জোন ৯ উইকেটের ব্যবধানে নর্থ-ইস্ট জোনকে পরাজিত করেছে। টস জিতে নর্থ-ইস্ট জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৩৯.৫ ওভারে ৯৮ রান সংগ্রহ করে। জবাবে সাউথ জোন ৮.২ ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ইসিআইএল গ্রাউন্ডে অপর ম্যাচে নর্থ জোন ৫২ রানের ব্যবধানে পশ্চিম জোনকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে। টসে হারলেও প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নর্থ জোন নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট জোন ৪৮.১ ওভারে ১৯৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়।