রাঁচি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের পালামু জেলার পাঙ্কিতে মহাশিবরাত্রিতে তোরণ নির্মাণকে কেন্দ্র করে হিংসার ঘটনায় বৃহস্পতিবার পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। মামলায় নাম থাকা ১০০ জন সহ ১০০০ জনেরও বেশি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভিডিও ও ছবির ভিত্তিতে পুলিশ অভিযান চালাচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
পাঙ্কি হিংসা মামলার বিষয়ে পালামু জোনাল আইজি রাজকুমার লাকদার নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করা হয়। পতাকা মিছিলে উপস্থিত ছিলেন ডিসি এ ডড্ডে, এসপি চন্দন সিনহা সহ বহু আধিকারিক। মিছিলটি ঘটনাস্থল থেকে পংকির প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।
মিছিল বের করার আগে ডিসি এ ডড্ডে ও এসপি চন্দন সিনহা পাঙ্কি থানায় যৌথ সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানান। তিনি জানান, পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। বাকি দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ডিসির সুপারিশে ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ টা পর্যন্ত পুরো পালামুতে ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে।