৪৩ তলা বহুতল থেকে পাথর পড়ল মাথায়, পথেই মৃত্যু দুই ব্যক্তির

মুম্বই, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : মাথায় পাথরের চাঁই পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মুম্বইয়ের ওরলির ডক্টর ই মোজেস রোডের একটি নির্মীয়মান বহুতলের সামনে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নির্মীয়মান বহুতলের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। আচমকাই ৪৩ তলা উঁচু থেকে বেশ কিছু কংক্রিটের স্ল্যাব নীচে পড়ে যায়। তা সোজা এসে পড়ে দুই ব্যক্তির মাথায়। ঘটনায় মৃত্যু হয় দু’জনের। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নায়ার হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, ওরলির ফোর সিজনস হোটেলের কাছে ফোর সিজনস রেসিডেন্সির নির্মাণকাজ চলছে। সেখানেই ৪৩ তলা উচ্চতায় একটি ক্রেন কাজ করছিল। তাতে করেই ভারী পাথর এবং কংক্রিটের স্ল্যাব ওঠানো নামানোর কাজ চলছিল। সেই কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটে যায়।