কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : বিধায়ক উন্নয়ন তহবিলের বরাদ্দ বৃদ্ধি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয় ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট ৷ সেখানেই এই নিয়ে ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাঁর ঘোষণা অনুযায়ী, এর আগে বছরে ৬০ লক্ষ টাকা করে পেতেন বিধায়করা ৷ তা আরও ১০ লক্ষ টাকা বৃদ্ধি করা হল ৷ এর ফলে আগামী অর্থবর্ষ থেকে বিধায়করা নিজের এলাকার উন্নয়নে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা খরচ করতে পারবেন ৷
এদিন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ‘বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প’ কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বিধায়ক প্রতি বরাদ্দ বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করা হবে ৷ এই বৃদ্ধি কার্যকর হবে আগামী অর্থবর্ষ থেকে ৷’’ এই বরাদ্দ বৃদ্ধির জন্য রাজ্য সরকারের কত টাকা খরচ হতে চলেছে, সেই বিষয়টিও বাজেট ভাষণে জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘এই খাতে আমি ৩০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি ৷’’
রাজনৈতিক মহলের মতে, সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ পরের বছর রয়েছে লোকসভা নির্বাচন ৷ তার আগে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে সমস্যা হলে উন্নয়নের কাজ যদি বন্ধ না হয় এবং আরও বেশি টাকা খরচ করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

