BRAKING NEWS

শান্তিরবাজার জোলাইবাড়ি স্কুলে উজ্জ্বল ক্রিকেট প্রতিভা ধোনি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। মনি শংকর, রবি শংকর-রা যে ঘরানা থেকে তৈরি, ঠিক সেই ঘরানা থেকে কদম কদম বেরিয়ে আসছে আরও একটি প্রতিভা। নাম তার ধোনি রিয়াং। এলাকার ক্রিকেট মহল মূলতঃ ভারতীয় দলের কূল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ওর তুলনা করে থাকে। গত তিন বছর ধরে ক্রিকেট মহলে নজর কেড়ে নিয়েছে। বিশেষ করে স্পটার, নির্বাচকরাও ভবিষ্যতে তার প্রতিভার পরিস্ফুটন ঘটবে বলে রিপোর্ট দিচ্ছেন। জোলাইবাড়ি স্কুলে পাঠরত ধোনি পড়াশোনায়ও ভালো। ধোনি-রিয়াং এর পিতা কৃষি দপ্তরে কর্মরত করঞ্জয় রিয়াং। গত বছরের পরিসংখ্যানে একটু নজর দিলেই সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবেই প্রতিীয়মান হচ্ছে ধোনি। গত মরশুমে ১৮ টি ম্যাচে ১৭টি ইনিংস খেলে ধোনি রিয়াং ৫৫৯ রান সংগ্রহ করেছিল। যার মধ্যে তিনটি শতক রয়েছে। সর্বোচ্চ ১৫৫ রান। তার সংগৃহীত ৫৫৯ রানে ৭৭ টি বাউন্ডারি ও ১৭ টি ওভার বাউন্ডারি রয়েছে। এবার মরশুম শুরুতে প্রথম ম্যাচেই দুর্দান্ত শতক জানান দিয়েছে, এ বছরও ধোনি শান্তিরবাজার মহকুমায় এবং পরে রাজ্য স্তরে দারুন খেলা উপহার দিতে পারবে। বলা বাহুল্য, রাজ্যজুড়ে ক্রীড়া ক্ষেত্রে সুযোগ-সুবিধার সঠিক ব্যবহারে এগিয়ে এলে ধোনির মতো বেশ কিছু খেলোয়াড় আগামী দিনে রাজ্য ক্রীড়া ক্ষেত্রে সম্পদ হিসেবে নিজেদের দাঁড় করাতে পারবে বলে অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *