নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ফেব্রুয়ারী৷৷ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বুধবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন৷ মায়ের কাছে পুজো দিয়ে রাজ্য ও রাজ্যবাসীর শোক সমৃদ্ধি কামনা করেছেন প্রদ্যুৎ কিশোর৷ নির্বাচনে সরব প্রচার শেষ হওয়ার পর বুধবার প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রত্যুৎ কিশোর দেব বর্মনের আগমন ঘিরে ব্যাপক অংশের উপজাতি জনগণের উপস্থিতিও পরিলক্ষিত হয়েছে৷ এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপস্থিতির আগাম সংবাদে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও ছিল৷ পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন তিনি কোন রাজনৈতিক কর্মকান্ডে এখানে আসেননি৷ গত কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন৷ সেই সময় স্বপ্ণে মায়ের দর্শন পেয়েছেন এবং মাতা বন্দি মাতাবাড়ি মন্দিরে এসে পুজো দিতে বলেছিলেন৷ সেজন্যই আজ তিনি মাকে দর্শন করতে ও পুজো দিতে ত্রিপুরেশ্বরী মন্দির এসেছেন৷ এদিন সাংবাদিকদের প্রশ্ণের জবাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেননি৷ প্রচার চলাকালে তিনি বলেছিলেন সরব প্রচারের শেষ লগ্ণে এটাই তার নির্বাচন উপলক্ষে শেষ সভা সমাবেশ ও রেলি৷ তার বক্তব্যকে বিকৃত করে সংবাদমাধ্যম প্রচারিত করে বিভ্রান্ত করেছে৷ তিনি এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন যতদিন পর্যন্ত রাজ্যের জনজাতিদের অধিকার সাংবিধানিক উপায়ে আদায় করতে না পারবেন ততদিন পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন৷ তবে তিনি সরাসরি নির্বাচনে নরবেন না বলেও জানিয়ে দিয়েছেন৷ তিপরা মথা তার নিজের হাতে গড়া দল৷ দলের হয়ে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করবেন বলে জানান৷
2023-02-15

