ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ফেব্রুয়ারি।। কোন শহরে অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি জোর কদমে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। কৈলাশহর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেট প্রতিযোগিতা। খেলা হবে আর কে আই মাঠে। আগামী দু-একদিনের মধ্যেই আসরের ক্রীড়াসূচী ঘোষিত হবে। এবছর আসরে অংশ নিচ্ছে ৬টি দল: লার্ণার ক্রিকেট কোচিং সেন্টার, পাইতুর বাজার প্লে সেন্টার, সাচ্যাক প্লে সেন্টার, টিলাবাজার প্লে সেন্টার, অগ্রদূত সঙ্ঘ এবং নবজাগ্রত ক্লাব। জানা গেছে, আসরে সাফল্য পেতে ৬ দলই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। ময়দানে খবর, শক্তির বিচারে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে টিলাবাজার প্লে সেন্টার। তবে যেহেতু ছোটদের আসর তাই শুরুতে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না তেমনভাবে।
2023-02-15

