দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনের সূচনা করলেন জয়শঙ্কর, বললেন সমস্ত সংস্কৃতি জানা উচিত বিশ্বের

নাদি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনের উদ্বোধন করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার সকালে ফিজি-র নাদিতে সে দেশের রাষ্ট্রপতি রাতু উইলিয়াম মাইভালিলি কাটোনিভেরের উপস্থিতিতে দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনের উদ্বোধন করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর এদিন বলেছেন, সমস্ত সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা সম্পর্কে জানা উচিত বিশ্বের। দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনের উদ্বোধন করার পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “বিশ্ব হিন্দি সম্মেলনের মতো অনুষ্ঠানে, হিন্দি ভাষার বিভিন্ন দিক, হিন্দি ভাষার বিশ্বব্যাপী ব্যবহার এবং প্রচারের দিকে আমাদের মনোযোগ থাকা উচিত। ফিজি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আবদ্ধ দেশগুলিতে হিন্দির অবস্থার মতো বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব।” জয়শঙ্কের কথায়, “যে যুগে আমরা অগ্রগতি ও আধুনিকতাকে পাশ্চাত্যায়নের সঙ্গে সমতুল্য করেছিলাম, তা আমাদের পিছনে রয়েছে। ঔপনিবেশিক যুগে চাপা পড়ে যাওয়া এ রকম অনেক ভাষা, ঐতিহ্য আবারও বিশ্বমঞ্চে আওয়াজ তুলেছে।” দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি প্রমুখ। দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনে একটি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করেছেন জয়শঙ্কর ও ফিজি-র প্রেসিডেন্ট। পাশাপাশি ৬টি বই প্রকাশ করেছেন তাঁরা।