কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : পূর্ব কলকাতার ট্যাংরায় চিংড়ি ব্যবসায়ীর এক অভিজাত আবাসনে হানা দেয় আয়কর আধিকারিকরা। বুধবার সকাল প্রায় সাড়ে ন’টা নাগাদ হানা দেয় আয়কর আধিকারিকরা।
মোট চারটি গাড়িতে আয়কর দফতরের কর্তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই আবাসনে পৌঁছান। সেখানে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর দেশ-বিদেশের চিংড়ির ব্যবসা রয়েছে। জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর নাম মামরাজ আলি। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখনও ওই আবাসনের ভিতরেই রয়েছেন আয়কর আধিকারিকরা। প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চলছে আয়কর দফতরের। কী কারণে এই আয়কর হানা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের হিসেব সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন তাঁরা।

